জসিম রানা, ভোলা।
মুক্তি যুদ্ধের চেতনায় সমৃদ্ধশালী দেশ গঠনের অঙ্গীকারের মধ্য দিয়ে কোস্ট ফাউন্ডেশনের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীত অনুষ্ঠিত হয়। নোয়াখালী প্রশিক্ষন কেন্দ্রে সংস্থার পরিচালক তারিক সাইদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাধীনতা, বঙ্গবন্ধু ও জাতীয় নেতাদের জীবনী নিয়ে আলোচনা করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে উপস্থিত সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন। দারিদ্রতা বিমোচনে এনজিওদের অবদান প্রসঙ্গে বক্তারা বলেন, বৈষম্য দুরীকরন ও দারিদ্রতা বিমোচনে আমরা একযোগে কাজ করে যাচ্ছি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাথে নিয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা। অনুষ্ঠানে নোয়াখালীর সকল সহকর্মী ও আঞ্চলিক কর্মসুচি সমন্বয়কারীগন অংশ গ্রহন করেন।