জসিম রানা, ভোলা।
নারীদের সমবায়ে অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে তৈরী হলো খসড়া নীতিমালা। দিনব্যপী সমবায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দ এ খসড়া নীতিমালা তৈরী করেন। ঢাকার মোহাম্মদপুরে ইকবাল রোডে YWCA তে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কোস্ট ফাউন্ডেশনের এপিএফপি প্রকল্প এই কর্মশালায় আয়োজন করে। সারা দেশ থেকে ১৮ টি সমবায় সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহন করে। আগামী দিন একই ভেন্যুতে যুব নীতিমালা তৈরী করা হবে।