শাকিব খান ও অপু বিশ্বাসের দাম্পত্য সম্পর্কের সমাপ্তি ঘটতে চলেছে। এমন গুজব ছড়িয়েছে অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যমে। সংবাদটি ভিত্তিহীন ও মানহানিকর দাবি করেছেন অপু। জানালেন, এ ধরনের সংবাদ প্রকাশকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।
এ অভিনেত্রী জানান, সংবাদটি প্রকাশের পর অনেকে তার কাছে সত্যতা জানতে চেয়ে ফোন করেছেন। যা রীতিমত বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। খবরটিতে অপমানজনক বলে উল্লেখও করেন তিনি।
এক বছর অন্তরালের থাকার পর ১০ এপ্রিল হুট করে সন্তানসহ টেলিভিশন লাইভে উপস্থিত হন অপু বিশ্বাস। জানান, শাকিবের সঙ্গে কয়েক বছর আগে তার বিয়ে হয়েছে। এ নিয়ে শাকিব খান লাইভে এসে পাল্টা অভিযোগ তোলেন।
পরে অবশ্য তারা জানান, পরিস্থিতির মিটমাট হয়ে গেছে। কিন্তু ওই ঘটনার পর শাকিব-অপুকে একবারই প্রকাশ্যে একসঙ্গে দেখা গেছে।
সোমবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার গ্রহণ করেন শাকিব। বিশেষ নৃত্যে অংশ নেন অপু। কিন্তু অপুর নাচের আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন শাকিব। এ নিয়েও কথা ওঠেছে।