জসিম রানা, ভোলা।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শহীদ শেখ রাসেলের জীবনাচার আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়ে গেছেন। এই স্বাধীনতার সুফল প্রত্যেক ঘরে পৌঁছাবে এবং প্রতিটি শিশু লেখাপড়া শিখে আগামী দিনে এ দেশের কর্ণধার হবে, সুন্দরভাবে বাঁচবে সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এমপি শাওন আরোও বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট শুধু হত্যাকান্ডের মধ্যেই শেষ হয় নাই , এই হত্যাকান্ডের বিচার যেন বাংলাদেশের মাটিতে কোনদিন না হয়, সেজন্য ৭৫ এর সেই ঘাতক খুনীরা বাংলাদেশের সংবিধানকে কলংকিত করে ইনডেমিনিটি অধ্যাদেশ জারি করেছিল এবং সেই ইনডেমিনিটি অধ্যাদেশ খুনী জিয়াউর রহমান তার ১৯৭৯ সালের পবিত্র জাতীয় সংসদ গঠনের জন্য সেটা আইনে পরিণত করেছিলেন।
এর আগে লালমোহন উপজেলা পরিষদ চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন ও র্যালীতে অংশগ্রহণ করেন এমপি শাওন।
এসময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাক্ষ গিয়াসউদ্দিন আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরো অনেকে।