ভোলা- ৪ আসনের সংসদ সদস্য চরফ্যাশন ও মনপুরার মাটি ও মানুষের নেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের শ্রেষ্ঠ আবিষ্কারক শশীভূষণ থানা ছাত্রলীগের এক সাহসী যোদ্ধা। পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, শশীভূষন থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক হাজী সোহেল শশীভূষণ থানা ছাত্রলীগ সহ সর্বস্তরের মানুষকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। আজ (ক্রাইম বিডি) রিপোর্টারের কাছে তিনি এ শুভেচ্ছা জানান। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে উৎসের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে ঈদ উল ফিতর অন্যতম। আর এই ঈদ উল ফিতর মানেই আনন্দের মহিমা। তাই সেই উপলক্ষে সকলকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদের খুশি সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূণর্তা দান করুন এই দোয়া করি। ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ-শান্তি ও একরাশ অনাবিল আনন্দ । পৃথিবীতে নেমে আসুক শান্তির দূত ঘরে ঘরে জেগে উঠুক সুখ পাখিরা৷ মুছে যাক অসহায়ের দুঃখ ব্যথা৷ অম্লান থাকুক তাদের সারা জীবনের আনন্দ। পবিত্র ঈদ ধনী-গরিব ভুলে এক কাতারে শামিল করে দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও অহঙ্কারসহ সকল পাপাচার মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করার তাগিদ এনে দেয়। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়। সেই সাথে সফলতার শুভ প্রত্যয়ে সবাইকে জানাই আবারো ঈদের শুভেচ্ছা।