জসিম রানা, ভোলা।
লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে তেঁতুলিয়া নদীর বুকে ‘তেঁতুলিয়া শেখ রাসেল ইকো ট্যুরিজম সেন্টার’ এর নির্মাণ কাজ পরিদর্শনের করেছেন ভোলা–৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
নিজ উদ্যেগে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের ন্যায় দৃশ্যমান আধুনিকতায় সেরা ইকো পার্ক হিসেবে গড়ে তুলতে সার্বক্ষনিক সব বিষয়ে খোজ খবর নিচ্ছেন এমপি শাওন। ২৪ ফেব্রুয়ারী বিকেলে ইকো পার্কের চলমান কাজ পরিদর্শণ করেন এমপি শাওন।
চারদিকে নদীবেষ্টিত এই পার্কটি ভোলা জেলার মধ্যে অন্যতম একটি বৃহৎ ইকো পার্ক হবে। আধুনিক ইকো পার্কের সুযোগ সুবিধা সম্বলিত সবই দৃশ্যমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।