বিশেষ প্রতিনিধি॥
ভোলার লালমোহনের ফরাসগঞ্জ ইউনিয়নের, কিশোরগঞ্জ ৪নং ওয়ার্ডে ভোগ দখলীয় জমি রক্ষা করতে মুরাদ চেয়ারম্যান ও ভূমিদস্যু মুছা বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক অসহায় পরিবার। রবিবার বিকেলে ভোলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ওই এলাকার আবদুর রশিদ হাওলাদারের ছেলে ভূক্তভোগী আবুল কালাম ও তার মেয়ে শিমু বেগম লিখিত বক্তব্যে জানান, তারা কিশোরগঞ্জ মৌজায় ক্রয় ও পৈত্রিক সূত্রে জমির মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ঘর দরজা, পুকুর ও বাগান-বাগীচা সৃজন করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিল। কিছু দিন পূর্বে ওই জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু চক্রের মূল হোতা ও চিহ্নিত চাঁদাবাজ, একাধিক মামলার আসামী হারিছ মাঝির ছেলে মুছা ও তার ভাই শাহেআলম গংদের। বিগত দিনে ভূমিদস্যু মুছা ও তার লোকজন অসহায় আবুল কালামকে তার ভোগ দখলীয় জমি হতে সমুলে উৎখাত কারার জন্য মামলা-হামলাসহ বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনতে থাকে। কোন ভাবেই আবুল কালামের পরিবারকে এলাকা থেক উৎখাত করতে না পেরে, গত ২১ ডিসেম্বর ২০২০ সকালে ভূমিদস্যু মুছা ও তার ভাই শাহেআলমের নেতৃত্বে শাহাবুদ্দিন, দাইমুদ্দিনসহ ৭/৮জনের একটি সন্ত্রাসী দাল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আবুল কালামের ভোগ দখলীয় জমি হতে সৃজন করা গাছ-পালা কেটে ওই জমিটি যবর দখল করার চেষ্টা চালায়। এসময় সন্ত্রাসীদের এ অন্যায় কাজে আবুল কালাম ও তার পরিবারের লোকেরা বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে লাঞ্চিত করে। সংবাদ সম্মেলনে ভূক্তভোগীরা আরো অভিযোগ করে বলেন, এ ব্যাপারে আবুল কালাম স্থানীয় মুরাদ চেয়ারম্যানের কাছে বিচার দিতে গেলে সে বিচার না করে তাকে অন্যায় ভাবে মারধর করে গুরুতর আহত করে। এমতাবস্থায় মুছা গংদের বিরুদ্ধে আবুল কালাম বাদী হয়ে লালমোহন থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন।