জসিম রানা, ভোলা।
ভোলার লালমোহনে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে লালমোহন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
পরে লালমোহন উপজেলা প্রশাসন, লালমোহন থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় এমপি শাওন বলেন, শাওন বলেছেন, ৫২’র ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বের ফসল মাতৃভাষা বাংলা আলোর মুখ দেখেছে। বঙ্গবন্ধুই মাতৃভাষায় কথা বলার সুযোগ দিয়েছেন। ২১ ফেব্রুয়ারী সকালে হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়, লালমোহন, ভোলা এবং হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত মহান আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী, রক্তদান কর্মসূচী, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি শাওন আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন।