জসিম রানা, ভোলা।
আগামী প্রজন্মের ভাগ্য শিক্ষকদের ওপর নির্ভর করে। ছাত্র-ছাত্রীদের যথাযথ শিক্ষা ব্যত্যয় ঘটলে কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন হবে। তাই নতুন জ্ঞান আহরণ, উদ্ভাবন, অনুশীলন ও বিতরণে শিক্ষকদের আরও তৎপর এবং আন্তরিক ভূমিকা পালন করার আহ্বান জানান ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার সকালে ভোলার লালমোহনে করোনাকালীন সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাদের সাথে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, বছরের প্রথম দিন দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই উপহার দেওয়া সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই।বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশ উন্নয়নের রোল মডেল। খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত করেছে। এছাড়াও ডিজিটাল বাংলাদেশ বিনির্মান, বিদ্যুৎ সমস্যা সমাধান, সমুদ্র এলাকা জয়, আকাশপথ জয় এবং বাংলাদেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বের দরবারে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
লালমোহন উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা,লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরো অনেকে।