রাজধানীর গুলিস্তানের হজরত গোলাপ শাহ রহ. মাজারের কাছ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি। রবিবার বেলা আড়াইটার দিকে লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পল্টন মডেল থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল চন্দ্র রায়। পুলিশ কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশে হোটেল আল মনসুরের সামনে ফুটপাত থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোপাল চন্দ্র রায় ঢাকা টাইমসকে বলেন, আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারি, তিনি ওই এলাকায় বেশ কিছুদিন ধরে ভবঘুরে হিসেবে ঘোরাফেরা করতেন। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়না তদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। তার বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল চেক লুঙ্গি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।