বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সাথে অসদাচারণের অভিযোগ উঠেছে বরিশাল সার্কিট হাউজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিএনপি এই শীর্ষ নেতা সেখানে ওঠার পরপরই স্যাটেলাইট টেলিভিশন সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এমনকি নিয়মমাফিক তাকে খাবারও পরিবেশন করা হয়নি। তাছাড়া ডাইনিং এও বসতেও তাকে নিষেধ করা হয়েছিল বলে অভিযোগ করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন।
এসব কারণে রাগে ক্ষোভে নির্ধারিত সময়ের আগেই বরিশাল ছেড়ে ঢাকার উদ্দেশে চলে গেছেন মির্জা ফখরুল। বুধবার (২৬ জুলাই) বেলা ১টার পরপরই তিনি বরিশাল ছাড়েন। অথচ এই নেতার বরিশাল ছাড়ার কথা ছিল বুধবার রাত ৮টায় লঞ্চযোগে। এর আগে সন্ধ্যা রাতে হোটেল গ্রান্ডপ্রার্কে বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল আয়োজিত নৈশভোজেও অংশ নেওয়ার কথা ছিল এই নেতার।
এবায়দুল হক চাঁন জানিয়েছেন, সকালে যথা সময়ে মহাসচিবকে নাস্তা দেওয়া হয়নি। তাছাড়া দুপুরেও তার খাবারের আয়োজন করেনি সার্কিট হাউজ কর্তৃপক্ষ। যে কারণে রাগ করে লাগেজ নিয়ে বেড়িয়ে আসেন মহাসচিব।
এর আগে মঙ্গলবার তিনি আসার পর রাতে টেলিভিশন সংযোগটি বন্ধ করে দেওয়া হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে সার্কিট হাউজের সহকারি নাজির মামুন অর রশিদ বলছেন, টেলিভিশন সংযোগ বন্ধ করা হয়নি। মঙ্গলবার রাতে বিদ্যুত চলে যাওয়ার কারণে সাময়িক সমস্যা ছিল।
বুধবার সকালে ঠিক হয়ে গেছে। তাছাড়া খাবার পরিবেশনের ক্ষেত্রে কোন ধরনের অবহেলা বা অনিময়ম করা হয়নি।
এ প্রসঙ্গে সার্কিট হাইজের দায়িত্বে থাকা নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ নাহিদুল করিম বলেন, বিএনপির মহাসচিবকে আপ্যায়নের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পানি গরম করার গিজারের ত্র“টি ছিল, তাও মেরামত করে দেওয়া হয়। কিন্তু তিনি কেন চলে গেলেন তা আমাদের বোধগম্য নয়।’’