রসুলপুরের মানবিক চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত’র ঈদের অগ্রিম শুভেচ্ছা
Reporter Name
Update Time :
সোমবার, মে ১০, ২০২১,
575 Time View
বনি আমিন (শশীভূষণ প্রতিনিধি)
ভোলা- ৪ আসনের সংসদ সদস্য চরফ্যাশন ও মনপুরার মাটি ও মানুষের নেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের স্নেহধন্য। রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ’র সংগ্রামী সাধারণ সম্পাদক, জনাব জহিরুল ইসলাম পন্ডিত রসুলপুর ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন । আজ (ক্রাইম বিডি) রিপোর্টারের কাছে তিনি এ শুভেচ্ছা জানান। বলেন, বিগত ২০১৯ সালের ঈদের মতো ২০২১ইং সালের পবিত্র ঈদুল-ফিতর (রোজার ঈদ) এর আনন্দ তেমন ভাবে উপভোগ করতে পারবে না দেশবাসী। কেন উপভোগ করতে পারবে না তা আপনারা সবাই জানেন। করোনাভাইরাস কারনে আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে আমরা জানি। কোভিড-১৯ এর মহামারিতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২০০টি দেশের কয়েক লাখ মানুষ মৃত্যুবরণ করেছেন। পরিস্থিতি যাইহোক জীবনযাত্রা ও সময়তো আর থেমে থাকে না, আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে মহান আল্লাহ তা’আলার কাছে ক্ষমা চেয়ে সবার কল্যাণে দোয়া চাইতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে হেফাজত করেন, আমিন। সেই সাথে রসুলপুরের সর্বস্তরের মানুষকে আমার ভালোবাসা সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রসুলপুর বাসী সবাই কে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, ঈদ মোবারক। ঈদ মানে হাসি, ঈদ মানে আশা । ঈদ মানে সকলের প্রতি, আমার ভালোবাসা । ঈদ মানে দুর আকাশে, মিষ্টি চাঁদের হাসি । ঈদ মানে সুখ সাগরে, সবাই মিলে ভাসি।ঈদ মোবারক”ঈদ মোবারক” ঈদ মোবারক” পরিশেষে তিনি আরও বলেন সামাজিক দুরত্ব বজায় রাখুন,বাইরে বের হওয়ার সময় মাস্ক পরিধান করুন।