বাংলা পোস্ট রিপোর্ট : পবিত্র রমজান মাস নিয়ে রেজ্যুলেশন পাস করানোর জন্য বিলটি এখন ফ্লোরে আছে। সিটি কাউন্সিলের সদস্যরা এই বিলে ভোট দিলে এটি পাস হবে। এটি পাস হওয়ার মধ্য দিয়ে পবিত্র রজমান মাস নিউইয়র্কে বিশেষ মাস হিসেবে স্বীকৃতি পাবে।
বিলটি ফ্লোরে পাসের জন্য রয়েছে বলে মাজেদা উদ্দিনকে জানিয়েছেন সিটি কাউন্সিলর নানতাসা উইলিয়াম। মাজেদা উদ্দিন বলেন, আমরা বিলটি পাস করানোর চেষ্টা করে যাচ্ছি। নানতাসা উইলিয়াম আমাকে বিষয়টি জানিয়েছেন এবং বলেছেন বিলটি পাস করার জন্য তিনি সব ধরনের উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, আমি নানতাসাকে এটাও বলেছি, বিলটি কখন পাস হবে তা জানানোর জন্য। তাহলে বিল পাসের দিন বাংলাদেশি মুসলিম কমিউনিটিসহ অন্যান্য মুসলিম কমিউনিটির লোকজন সেখানে উপস্থিত থাকতে পারবেন। নানতাসা আমাকে আশ্বস্ত করেছেন, আমরা সেখানে উপস্থিত থাকতে পারব কি না, তিনি তা জানাবেন। আমরা উপস্থিত থেকে এর গুরুত্ব বোঝাতে চাই।