জসিম রানা, ভোলা ।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মাধ্যমে সংগঠনকে ঢেলে সাজানোর আহবান জানিয়েছেন ভোলা-৩ এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে লালমোহন পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, দেশরতœ শেখ হাসিনা সরকারের কল্যাণে লালমোহন-তজুমদ্দিনে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করা হয়েছে। সকলকে অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকারও আহবান জানিয়েছেন ভোলা-৩ আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন।
এরআগে জাতীয়-দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন এমপি শাওন।
পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আ.ন.ম শাহজামাল দুলাল, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন হিরণসহ আরও অনেকে।