মোহনপুর উপজেলায় মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে ১১মার্চ শনিবার দিন ব্যাপি ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি ও জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি স্বর্গীয় বাবু রাখাল চন্দ্র দাসের ভিত্তিপ্রস্তর স্হাপন অনুষ্ঠিত হয়।শুরুতে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তলন এর পর শুরু হয় মূল প্রোগ্রাম।দুপুরে খাবার শেষে নাচে গানে পুরো উত্তাল ছিল মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শাহীন।
প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এমপি।
তিনি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীর কাছে উন্নয়নের রোল মডেল হিসাবে তুলে ধরেছে, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আয়েন উদ্দিন এমপি, রাজশাহী বিশ্ববিদ্যায় ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান, মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমতুজ্-জোহ্ রা,মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃমফিজ উদ্দিন কবিরাজ, প্লাটিনাম জুবিলী-২৩ উদযাপন কমিটি আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার সরকার।