স্টাফ রিপোর্টার:- মোঃ মাহাবুব আলম তুষার
বাংলাদেশের রাজধানীর পাশে অবস্থিত মানিকগঞ্জ জেলা । মানিকগঞ্জ শহরে অবস্থিত দেবেন্দ্র কলেজ । মানিকগঞ্জের অধিকাংশ মানিকের উৎপত্তি এই কলেজ থেকে । যারা এখান থেকে শিক্ষা নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে নিয়োজিত আছেন । মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের গুণ লিখে শেষ করা অনেক দূর । শুধু পড়া-লেখাই নয়, সাংস্কৃতিক সহ আড্ডাবাজিও অনেকটাই শিক্ষা নিতে থাকে বিভিন্ন ছাত্র-ছাত্রী । ১৮ই ফাল্গুন বসন্তের এই মুহূর্ত শুক্রবার ছুটির দিন, রাত প্রায় ৮টা বাজে । হোস্টেলের অবস্থানরত ও স্থানীয় ছাত্রসমাজ আড্ডা ও হৈ-হুল্যর করে জমিয়ে রাখে এই কলেজ প্রাঙ্গণকে । যা দেখে বয়স্ক ব্যক্তিরা হিংসায় জ্বলে উঠলেও অনুপস্থিতির বেদনা উপভোগ করে দূরের ছাত্রসমাজ ও মধ্য বয়স্ক কর্মজীবী প্রাক্তন ছাত্রসমাজ । মূলত, বিনোদন শিক্ষার একটি অংশ । বিনোদন ছাড়া জীবনকে অতিষ্ঠ মনে হবে । বিনোদন জীবনকে বহুমুখী করে তোলে । পড়ালেখার পাশাপাশি ছুটির দিনে বিনোদন করা, এটা ছাত্র সমাজের অধিকার । তবে বিনোদন ও আড্ডাবাজি যাই হোক না কেন তা হতে হবে সমাজ মুখী । এ কলেজের বিভিন্ন দিকে সিসি ক্যামেরা সংযুক্ত থাকায় গর্হিত কাজ অনেকটাই অসম্ভব । কলেজের পাশেই সদর থানা সংযুক্ত হওয়ায় নিরাপদ ভোগ করে স্কুলের ছাত্র-ছাত্রীরা । অর্থাৎ সদর থানা ও কলেজের পার্থক্যকারী মাত্র একটি দেয়াল । কলেজের দিনের চিত্র থেকে রাতের দৃশ্য অনেকটাই অন্যরকম । কলেজের মুল গেটের উপরে আলোকিত নাম এবং নিচে মার্বেল পাথরে তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবর এর চিত্র । রাতের লাইটে যা চকচক করছে । এ দৃশ্য এটাই প্রমাণ করে যে, শিক্ষিত হয়ে বসে থাকলে চলবে না বরং দেশকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নেতৃত্বের অধিকার নিজের নিতে হবে ।