জসিম রানা, ভোলা।
ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরের বাবা বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপির ভগ্নিপতী আসাদুজ্জামানের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি সোমবার রাত ৯টার দিকে ঢাকা হাই কেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহিওয়াইন্নাইলাইহেরাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৮) বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় ও গুনীজন রেখে গেছেন।
তার মাগফেরাতের জন্য ভোলা ঈদগাহে অনুষ্ঠিত নামাজে জানাজায় ভোলার সর্বস্তরের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন। এসময় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা জেলা প্রশাসক, তৌফিক এলাহী চৌধুরী, পুলিশ সুপার, সরকার মোহাম্মদ কায়সার ও ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু । জানাজা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।