জসিম রানা, ভোলা।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)র উদ্যোগে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে টিটিসির নতুন ছাত্র-ছাত্রীদের বরণ করার লক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান মালার মধ্যে ছিলো, কবিতা আবৃত্তি, সংগীত, দলীয় নৃত্য, একক নৃত্য ও কৌতুক পরিবেশনা। সোমবার দুপুরে ভোলার উপ-শহর বাংলাবাজারে অবস্থিত টিটিসির হল রুমে এসব অনুষ্ঠানের আয়োজন করেন টিটিসি কর্তৃপক্ষ। টিটিসির প্রিন্সিপাল মোহাম্মদ রহিজ উদ্দিনের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ডিইএমও ভোলা এর সহকারী পরিচালাক মোঃ মোশারেফ হোসেন, বিভাগীয় প্রধান (ইলেকট্রনিক্স) মোঃ মহসিন উদ্দিন ও বিভাগীয় প্রধান (অটোমোবাইলস) মোঃ রকিব উদ্দিনসহ আরো অনেকে। এসময় টিটিসির প্রিন্সিপাল মোঃ রহিজ উদ্দিন তার বক্তব্যে বলেন, শহীদ শেখ রাসেলের জীবনাচার আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়ে গেছেন। এই স্বাধীনতার সুফল প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবে এবং প্রতিটি শিশু লেখাপড়া শিখে আগামী দিনে এ দেশের কর্ণধার হবে। সুন্দরভাবে বাঁচবে সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ভোলা প্রতিনিধি সিমা বেগমসহ বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক বৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, টিটিসির বিভাগীয় প্রধান (ইলেকট্রনিক্স) এর মোঃ মহসিন উদ্দিন।