ফাতেমা আক্তার জিতু, ক্রাইম বিডি-
বিপুল উৎসাহ ও উদ্দিপণার মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিল্ড্রেন প্রকল্পের শিখন কেন্দ্র গুলো উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাদের সর্দার বাড়ির দরজায় এবং মঙ্গলবার বিকেলে ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জিয়ার আলী হাওলাদার বাড়ির দরজায় এক সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শিখন কেন্দ্রগুলো উদ্বোধন করা হয়। চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের কেন্দ্রটি উদ্বোধন করেন, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবদীন অখন এবং ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়নের কেন্দ্রটি উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) ভোলার মোঃ আলী সুজা। ভোলা সদর কেন্দ্রে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, উত্তর দীঘলদি ইউনিয়নের চেয়ারম্যান, লিয়াকত হোসেন মনসুর, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হোসেন। চরফ্যাশন কেন্দ্রে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক ফরহাদ হাসান আজাদ ও চরফ্যাশন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মামুন হোসেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন, দ্বীপ উন্নয়ন সোসাইটির প্রগ্রাম ম্যনেজার মোঃ মিজানুর রহমান, প্রগ্রাম সুপারভাইজার মোঃ আলমগীর হোসেন, তৈয়বুর রহমান, শরীফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ ইউনুস মিয়া।