জসিম রানা, ভোলা।
এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপরিশ প্রাপ্তিতে, ভোলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে কেক কাটা আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ভোলা সদর মডেল থানা চত্ত্বরে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডের ডেপুটি কামান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস মিয়া, ভোলা সদর থানার অফিসার ইন-চার্জ মোঃ এনায়েত হোসেন, ভোলা গোয়েন্দা বিভাগের আফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম, ভোলা সদর থানার ওসি (তদন্ত) আরমান হোসেন, ভোলা পৌরসভার নব নির্বাচিত সকল কাউন্সিলরগনসহ জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের সদস্যগন উপস্থিত ছিলেন। সবশেষে ভোলা ও বরিশালের স্বনাম ধন্য শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।