ফাতেমা আক্তার জিতু, ভোলা!! অফিসার ইনচার্জ চরফ্যাসন থানার সার্বিক ত্বত্তাবধানে চরফ্যাসন থানাধীন চরফ্যাসন পৌরসভার ৪ নং ওয়ার্ড হইতে ৫২ (বায়ান্ন) পিছ ইয়াবা সহ এক ইউপি সদস্যকে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ। মঙ্গলবার রাতে এসআই মোঃ রাসেল আহম্মেদ ও চরফ্যাসন থানার সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাসন থানাধীন চরফ্যাসন পৌরসভা ৪নং ওয়ার্ডস্থ টাউন হলের দক্ষিন পার্শ্বে জনৈক সিরাজ মাস্টারের বাসার সামনে হইতে ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান নোয়াব (৩৫) কে আটক পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাহার ডান হাতের মুষ্টির মধ্যে থাকা সাদা পলিথিনে মোড়ানো হালকা গোলাপী রংয়ের ৫২(বায়ান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট যাহার ওজন ৫.০২ গ্রাম, অবৈধ বাজার মূল্য অনুমান (৩০০*৫২)= ১৫,৬০০/-(পনের হাজার ছয়শত) টাকা, উদ্ধার পুর্বক জব্দ করেন। আসামীর বিরুদ্ধে চরফ্যাসন থানার মামলা নং-০৭, তাং-০৮/০২/২০২২ ইং ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন ৩৬(১) সারনী ১০(ক) রুজু করা হয়েছে।