ফাতেমা আক্তার জিতু, ভোলা!! অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ড হইতে ২৫ (পঁচিশ) পিছ ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়িকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ। মোঙ্গলবার (২ জানুয়ারী) ৮ টায় ৪৫ মিনিটের সময়ে এসআই (নিঃ) শংকর কুমার ঘোষ, ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার সংগীয় অফিসার ও ফোর্স সহ অবৈদ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ড ভদ্রপাড়া ভোলা টাইমস বেকারী এর দক্ষিন পাশের পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন(২৬) এর নিকট হইতে অবৈদ মাদকদ্রব্য ২৫ (পঁচিশ) পিছ ইয়াবা ট্যাবেলট সহ গ্রেফতার করা হয়। সদর থানা পুলিশ জানায়, আকটকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন। আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ৪ টি মাদক মামলা রহিয়াছে।