ফাতেমা আক্তার জিতু,
ভোলা অফিসার ইনচার্জ ভোলা জেলা গোয়েন্দা শাখা ভোলার সার্বিক তত্ত্বাবধানে বোরহানউদ্দিন থানাধীন ৭নং টবগী ইউনিয়ন হইতে ১৫০ (একশত পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ। মোঙ্গলবার (১৪ জানুয়ারী) রাতে এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া বোরহানউদ্দিন থানাধীন ৭নং টবগী ইউনিয়নের আবুলবাজার ১নং ওয়ার্ডস্থ মোঃ জামাল এর মুদি দোকানের সামনে ভোলা টু চরফ্যাশন সড়কের উপর হইতে মাদক ব্যবসায়ী ১। মোঃবাবলু (২৮), ২। মোঃরিপন (২৮), দ্বয়ের নিকট হইতে ১৫০ (একশত পঞ্চাশ) পিছ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবেলট সহ গ্রেফতার করা হয়। অপর আসামী মোঃ সালাউদ্দিন (৩২) কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন