ভেলা প্রতিনিধিঃ পঞ্চম ধাপে ইউপি নির্বাচনের ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নৌকা সমর্থকেদের উপর হামলায় ৩০ জন আহত হয়েছে। চশমা প্রতীক সমর্থকদের হামলায় ৫ নং ওয়ার্ডের জামাল, বেলায়েত হোসেন জামান, হুমায়ন কবিরসহ মোট ৩০ জন আহত হয়। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য গণসংযোগ করি। আমরা নৌকা সমর্থক হওয়ায় ক্ষিপ্ত হয় চশমা প্রতীক সমর্থকরা। আমরা বাড়িতে যাওয়ার পথিমধ্যে ৫ নং ওয়ার্ডের পন্ডিত বাড়ির দরজায় আসলে চশমা প্রতীক সমর্থক ও মেম্বার প্রার্থী রহমান, মামুন, নাঈম, হান্নান, কামরুল, নেসার উদ্দিনসহ আরো ৩০ জন আমাদেরকে বগি দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আমরা গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি হই।
চেয়ারম্যান ও নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন জানান, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজ জামায়াত শিবির ও বিএনপি ক্যাডার দেরকে নিয়ে আমার ৩ টি অফিস ভাঙচুর করে। আমার ৩০ জন নেতাকর্মীকে কুপিয়েছে। ভোটারদেরকে ভয়- ভিতি দেখায়। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে তারা। তবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগন ৫ তারিখে ব্যালটের মাধ্যমে নৌকা মাকায় ভোট দিয়ে জবাব দিবেন। অন্যদিকে স্বতন্ত্র চশমা প্রতীক চেয়ারম্যান পদ প্রার্থী সিরাজের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কিছু লোক আহত আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।