জসিম রানা, ভোলা।
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনয়নের আবদুল মালেক ও তার গ্রুপের বিরুদ্ধে চাঁদাবাজী ও হামলা লুটপাটের অভিযোগে থানায় মামলা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তাই কাচিয়া ইউনিয়নের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টকারী আবদুল মালেকসহ তার গ্রুপের সদস্যদের দ্রুত গ্রেফতার করার দাবী জানিয়ে গতকাল দুপুরে ভোলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। ভোলার কাচিয়া ইউনিয়ন বাসীর পক্ষ থেকে এলাকার ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, আবদুল মালেকের নেতৃত্বে প্রতিদিন পরানগঞ্জ কাঠির মাথা এলাকায় জুয়ার আসর বসে। সেখানে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন অটো বোরাক থেকে ২০ টাকা,কাঁকড়া ট্রলি থেকে ২০০ টাকা এবং বড় ট্রলি থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। এছাড়াও নদী ভাঙ্গনের শিকার পরিবার গুলোকে আবদুল মালেকের নানা অত্যাচার সয্য করতে হয়।