ফাতেমা আক্তার জিতু, ক্রাইম বিডি।
ভোলায় মুজিববর্ষ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা মোস্তফা কামাল বাসটার্মিনাল এলাকায় অবস্থিত ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তহ ব্যপি এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিপিএম, পিপিএম বার। ভোলা সদর হাসপাতালের সিভিল সার্জন, কে এম শফিকুজ্জামান। ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মোশারেফ হোসেন। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার।