এম.এ রহমান, বিশেষ প্রতিনিধি ।
ভোলা সদর উপজেলার বাপ্তা হাজির হাট এলাকায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় স্কুল শিক্ষিকা সুলতানা লাইজু মালা, তার স্বামী মোঃ গিয়াসউদ্দিন এবং তার ছেলে জেলা ছাত্রলীগের সদস্য মোঃ জোবায়ের আলম দোলন সহ ৩ জনকে কুপিয়ে মারাক্তক জখম করেছে মাদকসেবীরা।
আজ দুপুরে বাপ্তা হাজির হাট এলাকায় মোঃ আবদুর রহমান মাস্টার বাড়ির উঠানে একই এলাকার বাসিন্দা মোঃ মনির ও তার ছেলে মোঃ রাজিব বগি দা, ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে জানান স্কুল শিক্ষিকার স্বামী মোঃ গিয়াসউদ্দিন। আহতরা সবাই ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভোলা সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ মোঃ এনায়েত হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।