রিপা বেগম, বিশেষ প্রতিনিধি।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে, ভোলায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট খুলনা এর উদ্যেগে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে আলোচনা, র্যালী, মাক্স, লিফলেট বিতরণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ভোলা সরকারি কলেজ মাঠে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের ই-কোম্পানীর অধিনায়ক লেঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। এসময় তিনি বলেন, চলমান করোনা দূর্যোগ মুহুর্তে আওয়ামীলীগ সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় মাক্স ব্যবহারের বিকল্প নাই। এসময় মাক্স ছাড়া ঘর থেকে বেড় হওয়া দন্ডনীয় অপরাধ। তাই প্রথমে আমরা নিজেরা সচেতন হয়ে অন্যদেরকে সচেতন করতে হবে। মাক্স ছাড়া জনগনের সকল ধরণের সেবা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তাই করোনা প্রতিরোধে আমাদেকে আরো সচেতন হতে হবে। অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে আমাদের বসত ঘর ও ঘরের আশপাশে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। আলোচনা শেষে কলেজ মাঠ থেকে একটি র্যালী বেড় হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। এসময় বিএনসিসি সদস্যরা রাস্তায় চলাচলরত যাত্রীদের মাঝে মাক্স ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেণ।