বিশেষ প্রতিনিধি, ক্রাইম বিডি ।
ভোলায় বাড়ি নির্মান করতে চাঁদা না দেয়ায় এক প্রবাসীর উপর হামলা ও টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। বর্তমানে সে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভোলা সদর উপজেলার দক্ষিণ দীঘলদি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের
হানিফ বেপারীর ছেলে, কামাল হোসেন জীবিকার তাগিদে নিজ মাতৃভূমি ছেড়ে দীর্ঘ দিন যাবৎ বিদেশে দিন
মজুরের কাজ করত। সেখান থেকে টাকা জমিয়ে বাংলাবাজার এলাকার মাসুমা খানম মাদ্রাসা সংলগ্ন একটি স্থানে
কিছু জমি ক্রয় করে বাড়ি নির্মানের প্রস্তুতি নেয় কামাল। সে মহুর্তে ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক
ব্যবসায়ী আলম টনি চক্রের পালিত ক্যাডার বাহিনীর কু-দৃষ্টি পরে প্রবাসী কামালের উপর। আলম টনি ও তার
লোকেরা প্রবাসী কামালকে ছাপ বলে দেয় এখানে বাড়ি করতে হলে তাদেরকে মোটা অংকে চাঁদার টাকা দিতে
হবে। এ প্রস্তাবে কামাল রাজি না হলে বিগত দিনে তার উপর নেমে আসে অনেক জুলুম ও নির্যাতন। গত ০২
সেপ্টেম্বর ২০২১ কামাল বাড়ির কাজ শুরু করার জন্য ব্যাংক থেকে ১লাখ ৯৫ হাজার টাবা উত্তোলন করে। এ
খবরটি আলম গংরা জানেতে পরে দিন ভর চোঁখ রাখে প্রবাসী কামালের উপর। ০২ সেপ্টেম্বর রাত সারে ৯টার
দিকে কামাল বাংলাবাজার হয়ে বাড়িতে রওয়ানা করলে পূর্ব থেকে উৎপেতে থাকা, আলম টনি, লিটন টনি, সবুজ
টনি, আনোয়ার টনি, মিঠনসহ ১০/১২জনের একটি সন্ত্রসী দল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসী কামালকে
রাস্তা থেকে তাদের মার্কেটে ডেকে নিয়ে দাবীকৃত চাঁদার টাকার জন্য চাঁপ প্রয়োগ করে। এক পর্যায়ে উভয়ের বাক
বিতন্ডের এক পর্যায়ে সন্ত্রাসীরা কামালের কাছে থাকা নগদ ১লাখ ৯৫ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এসময়ে কামাল বাঁধা প্রদান ও ডাক চিৎবার শুরু করলে সন্ত্রাসীরা তাকে প্লাস্টিকের পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর
আহত করে। এসময় কামাল অচেতন হয়ে মাটিতে পরে গলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার
করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ
কামনা করেন প্রবাসী কামাল।
এ ব্যপারো অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে।