ক্রাইম বিডি ডেক্স।
ভোলা নতুন বাজার মুক্তিযোদ্ধা মার্কেটের ইমন সাউন্ডের মালিক আলআমিন ও তার ছেলে ইয়ামিনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডে, জিরো পয়েন্ট, সরকারি স্কুলের সামনের বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে আলআমিন ওই এলাকায় ক্রয় সূত্রে জমির মালিক হয়ে ঘর-দরজা নির্মান করে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিল। কিছুদিন পূর্বে তার ভোগ দখলীয় বসত বাড়ির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু চক্রের মূল হোতা ও ভোলা রেকর্ড রুমের আলোচিত দালাল সৈয়দ আহাম্মদের ছেলে ইউসুফের। বিগত দিনে ইউসুফ আল-আমিনকে তার ভোগ দখলীয় বসত বাড়ি হতে উৎখাত করার জন্য বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনে। কোন ভাবেই ইউসুফ আলআমিনকে এলাকা ছাড়া করতে না পেরে তার বড় ধরণের ক্ষতি করার জন্য সুযোগ খুজতে থাকে। উল্লেখ্য কিছু দিন যাবৎ ইউসুফ ওই বাড়িতে লাগানো আলআমিনের বিভিন্ন গাছের চাড়া সুযোগ পেলেই উপরে ফেলত। গত ২৭জুলাই আলআমিন রাতে তার দোকান থেকে বাড়িতে প্রবেশ করার সময় এসব গাছ উত্তোলন নিয়ে ইউসুফের সাথে বাক-বিতন্ড হয়। এর এক পর্যায়ে ঘাতক ইউসুফ, তার স্ত্রীসহ এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে আলআমিনের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আলআমিনকে মোটর সাইকেল থেকে নামিয়ে তার মাথায় থাকা হেমলেটের উপর ধারালো দা দিয়ে কোপ দেয়। এতে হেলমেটটি ভেঙ্গে আলআমিনের মাথায় কোপ লেগে মারাক্তক জখম হয়। অন্যদিকে ছেলে ইয়ামিন বাবাকে বাচাতে এলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে মারাক্তক জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন, আহত আলআমিন ও ওই এলাকার সচেতন মহল।