নুসরাত জাহান, ক্রাইম বিডি।
ভোলায় বে–সরকারি উন্নয়নমূলক সংস্থা দ্বীপ উপন্নয়ন সোসাইটির আউট অব স্কুল চিলল্ড্রেন প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ভোলার বাস টার্মিনাল এলাকার দক্ষিণ বঙ্গ পলিটেকনিক ইন্সটিউটের হল রুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া, ভেলুমিয়া, চর সামাইয়া, আলীনগর, শিবপুর, উত্তর দীঘলদি, রাজাপুর ও পশ্চিম ইলিশার আউট অব স্কুল চিলল্ড্রেন প্রকল্পের শিখন কেন্দ্রের মোট ৪৫জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেণ।
এসময় তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ ইউনুস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রগ্রাম সুপারভাইজার মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন প্রগ্রাম সুপারভাইজার মোঃ আলমগীর হোসেন, তৈয়বুর রহমান ও মোঃ শরীফ।