এ.এম আজিজ রায়হান-ক্রাইম বিডি
ভোলার দৌ সহ লতখান উপজেলার মেঘনা নদীর তীরবর্তী বেঁড়িবাধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদক কুখ্যাত ডাকাত ফজুল বাহিনীর প্রধান সক্রিয় ডাকাত ফজুল কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
মঙ্গলবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
অভিযান চলাকালে ফজলু বাহিনীর অন্যান্য ডাকাত সদস্যরা কোস্ট গার্ড কে লক্ষ্য করে গুলি ছুড়লে কোস্ট গার্ড আত্মরক্ষার্থে পাল্টা ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। দুই পক্ষের পাল্টাপাল্টি গোলাগুলির এক পর্যায়ে ফজলু বাহিনীর প্রধান ফজুল কে আটক করতে সক্ষম হয়।
এ সময় ১ টি দেশীয় সুটার গান, ৭ পিস ইয়াবা, ১ টি দেশীয় দা, ১ টি দেশীয় কাঁচি, ১ টি চাকু ও ১ টি হাতুড়ি সহ আটক করা হয়।
আটককৃত ডাকাত ফজলু ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন হাসান নগর গ্রামের বাসিন্দা হাফেজ মাঝির ছেলে।