ক্রাইম বিডি ডেক্স।
ভোলার মেঘনা নদীতে দূর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে টিটু (৩৫) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছে। শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলা এবং দৌলতখান উপজেলার মধ্যবর্তী মেঘনা নদীতে এই ঘটনা ঘটেছে। নিহত টিটু ধনিয়া ইউনিয়নের নাসির মাঝি এলাকার মুক্তিযোদ্ধা তছির আহমেদের ছেলে বলে জানাগেছে। সূত্রে জানাগেছে, দৌলতখান উপজেলার মেঘনা নদীর মধ্যবর্তী মদনপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু তার কর্মী সমর্থকদের নিয়ে মদনপুর থেকে ট্রলারযোগে ভোলা সদর উপজেলার ধনিয়া নাসিরমাঝি ঘাটে আসার পথে দুর্বৃত্তরা ট্রলারে হামলা করে। এ সময় যুবলীগ নেতা টিটু গুলিবিদ্ধ হয়। পরে তাকে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত টিটু ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ধারণা করা হচ্ছে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটতে পারে। আহত টিটু নৌকা প্রার্থী নাসির উদ্দিন নান্নুর পক্ষে কাজ করেছেন বলে জানাগেছ। ভোলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এনায়েত হোসেন একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।