জসিম রানা, ভোলা।
দক্ষ হয়ে বিদেশ যাবো-দ্বিগুন টাকা বেতন পাবো, এ প্রতিপাদ্যকে সামনে রেখে, ভোলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)র উদ্যোগে নিরাপদ অভিবাষণ ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ভোলা সদর উপজেলার বাংলাবাজার টিটিসির হল রুমে এ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রহিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী ভূমি কমিশনার মোঃ আবু আবদুল্লাহ, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোঃ মোশারেফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, দক্ষিণ দীঘলদি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ কামাল হোসেন, ভোলা শিশু সদন (বালিকা) এর তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার। বক্তারা তাদের বক্তব্যে বলেন, কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে। কারিগরি শিক্ষার বিকল্প নাই। শুধু সরকারি চাকুরির অপেক্ষায় না থেকে কারিগরি শিক্ষা অর্জন করে যে কোন লোক দেশ ও জাতীর জন্য যথেষ্ট অবদান রাখতে পারে। তাই আমরা সকলে মিলে এ বিষয়ে জনগনকে সচেতন করার জন্য এগিয়ে আসতে হবে।