ফাতেমা আক্তার জিতু, ক্রাইম বিডি ।
ভোলার বাংলাবাজারে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)র উদ্যোগে সৌদি আরব গমনেচ্ছুক কর্মী বাছাই ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে টিটিসি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময়ে সৌদি আরবে যেতে ইচ্ছুক কয়েক শত আগ্রহী বেকার যুবক এ বাছাই অনুষ্ঠানে অংশ নেয়। টিটিসির অধ্যক্ষ মোঃ রহিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি সচিব, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় ঢাকার মোঃ আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক ডিইএমও, ভোলার মোঃ মোশারেফ হোসেন, প্রবাসী কল্যান ব্যাংক ভোলা এর ব্যবস্থাপক কে এম কামরুল হাসান। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিদেশে চাকুরি করার জন্য কারিগরি শিক্ষার বিকল্প নাই। নিজেকে কারিগরি শিক্ষায় গড়ে তুলতে পারলে দেশে ও বিদেশে চাকুরি করার সুযোগ মেলে। তারা আরো বলেন, মাত্র এক লাখ পয়ষাট্টি হাজার টাকায় বিদেশ গিয়ে চাকুরি করার সুযোগ করে দিয়েছেন সরকার। তাই বিদেশ গিয়ে চাকুরি করতে হলে সে ব্যক্তির প্রথমে থাকতে হবে যে কোন কারিগরি শিক্ষা। অন্যদিকে পাসপোর্ট, ভিসাসহ তার সকল কাগজ পত্র সঠিক থাকতে হবে। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বিদেশে গিয়ে চাকুরি করতে হলে বেশ কিছু নিয়ম কানুন জানা জরুরী। এজন্য সরকার বেকার যুবকদের বিনা খরচে প্রশিক্ষনের ব্যবস্থা চালু রোখেছেন। তাই সময়ের প্রতি গুরুত্বে দিয়ে নিজেকে আত্মনির্ভরশীল কারার লক্ষে টিটিসির সেবা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ বলে পরামর্শ দেন বক্তারা।