ক্রাইম বিডি ডেক্স।
ভোলায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসী মুন্নাকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্লোবাল টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি মোঃ অনিক আহমেদ এর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেণ। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক, রাজনীতিবীদ ও সুশীল সমাজের প্রতিনিধিগন। এ সময় বক্তারা বলেন, গ্লোবাল টেলিভিশনের ভবনের সামনে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধিকে হত্যার চেষ্টায় হামলাকারী সন্ত্রাসী মুন্নাকে ২৪ ঘন্টার মধ্যে আটক করতে হবে। না হলে কঠোর কর্মসূচিতে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।