আবু মাহাজ, ভোলা।
ভোলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ভোলা সদর উপজেলার উকিল পাড়া পানির কল এলাকার ও অপর ব্যাক্তি দৌলতখান উপজেলার বাসিন্দা। এ নিয়ে ভোলায় মোট মৃত্যুরসংখ্যা দাড়িয়েছে ১৬ জন। এছাড়াও নতুন করে আরো ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ভোলা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৪৫৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০৭০ জন। বর্তমানে ৩২ জন হাসপাতালে ভর্তি হয়ে আইসোলেশনে চিকিৎসাধিন রয়েছেন। দ্বিতীয় ধাপে টিকা গ্রহণ করেছে মোট-৪০৩২ জন। আজ সকালে ভোলা সিভিল সার্জন সৈয়দ রেজাউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।