জসিম রানা, ভোলা।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের বাবা মরহুম জনাব আলী আশ্রাফ মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও এতিম মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে এমপি মুকুলের গ্রামের বাড়ীতে মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। পরে স্থানীয় হাফেজী মাদ্রাসা ও কাওমী মাদ্রাসার আলেম ও এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য মহামাড়ি করোনা দূর্যোগ মুহুর্তে চলমান লকডাউনের কারণে এমপি মুকুল তার বাবার মৃত্যুবার্ষিকীতে আসতে পারেননি বলে তার কাছের আত্মীয়-স্বজনরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।