রিপা বেগম, বিশেষ প্রতিনিধি॥
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহন থানা ও দ্বীপ উন্নয়ন সোসাইটির মধ্যে “সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।। লালমোহনের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের হেলথ্ ডেস্কের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে লামোহনের আবুগঞ্জ বাজারে অবস্থিত বে-সরকারি উন্নয়নমুলক সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ ইউনুস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবিস) দেবজীত পাল, লালমোহন থানার অফিসার-ইন-চার্জ মোঃ মাকসুুদুর রহমান, কোস্ট ট্রাস্টের উপ-পরিচালক রাশিদা বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে ৪জন প্রতিবন্ধীদের মাঝে সাফল্য অর্জনের জন্য প্ররস্কার প্রদান করে দ্বীপ উন্নয়ন সোসাইটি।