জসিম রানা, ভোলা।
ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়াদিয়ে যারা জীবনবাজি রেখে দেশকে পরাধীনতার শিকলমুক্ত করতেযুদ্ধ করেছেন, জাতিকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন, বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখহাসিনা সেসব বীর মুক্তিযোদ্ধাদের কে সম্মানিত করেছেন। আরবিএনপি-জামাত জোটসরকার কুখ্যাত রাজাকারদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিবানিয়ে ওই আসনগুলোকে কলঙ্কিত করেছিল।
এর আগে দিনের প্রথম প্রহরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন এমপিনুরুন্নবী চৌধুরী শাওন।