জসিম রানা, ভোলা।
ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা জীবন বাজি রেখে দেশকে পরাধীনতার শৃংখলমুক্ত করতে যুদ্ধ করেছেন, জাতিকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন, বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসকল বীর মুক্তিযোদ্ধাদের কে সম্মানিত করেছেন। আর বিএনপি-জামাত জোট সরকার কুখ্যাত রাজাকারদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বানিয়ে ওই আসনগুলোকে কলঙ্কিত করেছিল।
এর আগে দিনের প্রথম প্রহরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার ও মুক্তিযোদ্ধাসহ আরোও অনেকে।