ক্রাইম বিডি ডেক্স।
ভোলার ভেদুরিয়ায় ভূমিদস্যুতা, মাদক বিক্রি, নারী ক্যালেঙ্কারীসহ নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একই এলাকার ব্যবাসায়ী নাজিম উদ্দিন। বুধবার বিকেলে ভোলার একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের, চর রমেশ ১নং ওয়ার্ডের মৃত মোঃ হাদিসের ছেলে ভূক্তভূগী নাজিম উদ্দিন লিখিত অভিযোগে বলেন, আমি ভেদুরিয়া মৌজায় পৈত্রিক ও ক্রয় সূত্রে জমির মালিক হয়ে দীর্ঘ ৫০ বছর যাবৎ ঘর দারজা, পুকুর, বাগান-বাগীচা সৃজন করে শান্তিপূর্ণ ভাবে বসত করে আসছি। কিছু দিন পূর্বে আমার ভোগ দখলীয় জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানয়ি ভূমিদস্যু চক্রের মূল হোতা আবদুল আজুদের ছেলে জামাল উদ্দিন, নুরনবী মাঝি, সুমন ও আবুতাহেরদের। বিগতে দিনে জামাল ও তার লোকেরা আমাকে ভোগ দখলীয় জমি হতে সমুলে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। এমতাবস্থায় আমি কোন উপায় অন্ত না দেখে প্রশাসনের সহযোগীতা পেতে গত ২৫ জানুয়ারী ২০২১ইং তারিখে আদালতে একটি মামলা দায়ের করি। মামলা নং- ৩৮/২০২১। এ মামলাটি মহামান্য আদালত আমলে নিয়ে বিরোধীয় জমির উপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। এবার আদালতের এ নিষেধাজ্ঞ্রা আদেশের অর্ডার নোটিশ দেখে ভূমিদস্যু জামাল ও তার লোকেরা দিশে হাড়া হয়ে ওঠে। কিছুদিন আগে জামাল ও তার পালিত ক্যাডার বাহিনী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার জমিতে জোড় পূর্বক জবর দখলের জন্য প্রবেশ করে। সেখানে উভয়ের মধ্যে বাক বিতন্ডের এক পর্যায়ে সংঘর্ষ হয়। এসময় আমার বোনসহ আমার কয়েকজন আত্মীয়-স্বজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এতেও ক্ষান্ত হয়নি পরবিত্তুলোভী জামাল। বর্তমানে সে কোন উপায়অন্ত না পেয়ে গত ২৮ নাভেম্বর ২০২১ইং তারিখে বহিরাগত ১৫/২০জন লোক ভাড়া করে ভেদুরিয়া ব্যাংকের হাট বাজারে একটি নাটকীয় মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় এ কু-চক্রী মহলের লোকেরা সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায়। এছাড়া ভূমিদস্যু জামাল এলাকায় মাদক ব্যবস্যা, নারী ক্যালেঙ্কারীসহ নানা ধরণের অপকর্ম করে বেড়াচ্ছে। এমতাবস্থায় আমি তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি।