জসিম রানা, ভোলা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপণ, র্যালী, আলোচনা, দোয়া-মোনাজাত, সংগীত, আবৃত্তি ও বৃক্ষরোপণ কর্মসূচীর মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিনে ও দৌলতখানে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। আজ বোরহানউদ্দিন উপজেলা হলরুমে, পৌরসভা হল রুমে ও দৌলতখানসহ বিভিন্ন স্থানে পৃথক আলোচনা সভায় দিবসটির তাৎপয তুলে ধরে এমপি মুকুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে যারা মিথ্যে জন্মদিন উদযাপন করে, বাংলাদেশ থেকে তাদের নাগরিকত্ব বাতিল করা এখন সময়ের দাবি। স্বাধীন বাংলাদেশের স্থপতির শাহাদাৎ বার্ষিকীতে জন্মদিন উদযাপন করে বাঙালীর হৃদয়ে কষ্টের কালিমা লেপন করছে পাকিস্তানের প্রেতাত্মারা। তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃন্যতম হত্যাকান্ড সংঘটিত হয়। বোরহানউদ্দিন উপজেলা চত্ত্বরে আয়েজিত আলোচনা সভায়া, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কমকর্তা সাইফুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল মিয়া ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারসহ উপজেলা প্রশাসনের কমকর্তা, কমচারী ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা ও কমীগন।