বিশেষ প্রতিনিধি!! ভোলার বোরহানউদ্দিনে রক্তিম বন্ধু ব্লাড ডোনেশন ক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ এপ্রিল) রোজ শনিবার উপশহর কুঞ্জেরহাট বাজারে বিসমিল্লাহ্ রেস্টুরেন্টে রক্তিমবন্ধু ব্লাড ডোনেশন ক্লাব এর ডোনার ও আমন্ত্রীত মেহমানদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে ইফতার মাহফিল শুরু হয়েছে ।রক্তদানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, হাফিজ ইব্রাহীম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকারিয়া আজম, সাংবাদিক গাজী তাহেরুল আলম লিটন, সংগঠক আরিফুর রহমান রাহাত, বোরহানউদ্দিন ব্লাড ডেনেশন টিম এর লিডার নাহিদ, প্রতিষ্ঠাতা কালিমুল্লাহ হাসিব,ইমরান, নয়ন, বাচ্চু, সাইফুল ইসলাম জিহাদ, মোকসেদ জাফরী, নাঈম,রাসেল মহাজন , রমজান আলী প্রমূখ।এরপর রক্তিমবন্ধু সংগঠনের সর্বোচ্চ রক্তদাতা হিসেবে খলিল কাজী ও নাঈম পাটোয়ারী কে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। ইফতার মাহফিল পরিচালনা করেন সংগঠনের পরিচালক আশরাফুল ইসলাম লিটন গাজী।