জসিম রানা, ভোলা।
ভোলার বোরহানউদ্দিনে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। বুধবার দিন ব্যাপী বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন স্থানে চলমান করোনা দূর্যোগ মূহুর্তে ক্ষতিগ্রস্তদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় এমপি মুকুল বলেন.‘দুর্যোগে-দুর্ভোগে মানুষের পাশে প্রধানমন্ত্রী। চলমান করোনা ও ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সরকারের ব্যাপক প্রস্তুতি ছিলো। দারিদ্র্য বিমোচনসহ সামাজিক নিরাপত্তা অর্জনে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাংলাদেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ প্রশংসিত হয়েছে সারাবিশ্বে।’