জসিম রানা, ভোলা।
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ফখরুল ইসলাম হত্যাকারী শাহিন মেম্বার ও ফরিদ গংদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে সম্মিলিত এলাকাবাসী।
আজ দুপুরে বাপ্তা ইউনিয়নের চৌরাস্তা সড়কে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ৫জানুয়ারী ভোলায় ইউপি নির্বাচনের দিন নির্বাচনী সহিংসতায় ফখরুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে শাহিন মেম্বার ও ফরিদ মালের লোকেরা। এতদিন সে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাতে ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে দোষিদের দৃষ্টান্তমূলক স্বাস্থির দাবী করে মানববন্ধন কমসূচী পালন করেছে সম্মিলিত এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ০৫ জানুয়ারী ২০২২ ভোলা সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নিবাচনে বাপ্তা ইউনিয়নের ৯নং ওয়াড থেকে নিবাচন করেন টিউবওয়েল প্রতীকে মোঃ হুমায়ুন ও তার সাথে প্রতিদন্ধিতা করেন, ফুটবল প্রতীক নিয়ে মোঃ শাহিন মাল। ভোটের দিন নিহত ফখরুল ইসলাম চট্টগ্রাম থেকে এসে তার আত্মীয় হুমায়ুনকে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় চৌমুহনী বাজারে শাহিন মালের নেতৃতে তার পালিত ক্যাডার বাহিনী ফখরুলকে গতী রোধ করে। এসময়ে উভয়ের বাক বিতন্ডের এক পযায়ে ফরিদ মাল, মহিন মাল, হোসেন মাল, এমরান মাল, পারভেজ মাল, নুরে আলম মাল, মহিউদ্দিন মাল, আনোয়ার মাল, শাকিল মাল ও মহিন মাল ফখরুলকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন যায়গায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতাল, এরপর বরিশাল শেবাচিমে, এরপর ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে সে চিকিৎসা নিয়েও পুরোপুরি সুস্থ হতে পারেনি। সবশেষ গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার মধ্য রাতে ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। উল্লেখ্য গত ৫ জানুয়ারীর ঘটনা নিয়ে ভোলা সদর থানায় একটি মামলা হয়েছে। বতমানে এ রিপোট লেখা পযন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে ফের একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।