ভোলা প্রতিনিধি, ক্রাইন বিডি ।
ভোলা সদর উপজেলার বাংলাবাজার উপ-শহরে এক ব্যাসায়ীকে কুপিয়ে সারে ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়াগেছে। আহত সোহাগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সদর উপজেলার দক্ষিণ দীঘলদি ১নং ওয়ার্ডের জেবল হকেরে ছেলে সোহাগ গত কোরবান ঈদে গরু বিক্রি করে মাইক্রো বাস কেনার জন্য সারে ৭ লাখ টাকা জমিয়েছে। ২৫ জুলাই ২০২১ইং রোজ রবিবার সন্ধ্যা ৭ টারদিকে সে টাকা নিয়ে মাইক্রো কেনার জন্য সোহাগ চরফ্যাশন যাবার পথে বাংলাবাজার ইসলামী ব্যাকের সামনে পূর্ব থেকে উৎপেতে থাকা দক্ষিণ দীঘলদি ১নং ওয়ার্ডের মোস্তফা হাওলাদারের ছেলে, জিয়ারুল, তছির হাওলাদারের ছেলে হাবীব, তাছাড়া আফ্রিদী, সাকিল, হাসান, ফরহাদ, অমিতসহ ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সোহাগের উপর অতর্কিত হামলা চলায়। এসময় সন্ত্রাসীরা সোহাগের কাছে থাকা নগদ সারে ৭ লাখ টাকা ছিনতাই কালে সে বাঁধা প্রদান করলে সন্ত্রসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।