দৌলতখান (ভোলা)প্রতিনিধি!! ভোলার দৌলতখানে ৩০ জন কাব ও স্কাউটস সদস্যদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের অর্থায়নে সোমবার (৩১মে) দুপুর ১ টায় উপজেলা হলরুমে সামাজিক দূরত্ব মেনে বাংলাদেশ স্কাউটস দৌলতখান উপজেলা শাখার উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশ স্কাউটস দৌলতখান উপজেলা শাখার সম্পাদক এম.এ তাহেরের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাওলাদারের সভাপতিত্বে আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারন সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, ভোলা জেলা স্কাউটস সম্পাদক জাকির তালুকদার, দৌলতখান উপজেলা স্কাউটস যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুর রহমান ডাবলু, কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন সহ আরও অনেকে। ছবি ক্যাপশন:- স্কাউটস সদস্যের হাতে নগত অর্থ তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী।