আবু মাহাজ, ভোলা।
ভোলার দৌলতখানের নদী ভাঙন কবলিত পরিবারের উপর চরফ্যাশানের মুজিবনগরে নির্মম ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র। এ বিষয়ে দেখার কেউ নেই। এ ব্যপারে আজ সকালে সম্মিলিত চরবাসী স্থানীয় একটি স্কুলে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে বক্তারা লিখিত আভিযোগে জানান, ১৯৬০ সালে দৌতখানের মেঘনা নদীর কড়াল গ্রাসে প্রায় ২ হাজার পরিবার সর্বস্ব হড়িয়ে নিস্বঃ হয়ে যায়। পরে ততকালীন সরকার এদেকে পূর্ণবাসনের জন্য চরফ্যাশানের মুজিব নগর ইউনিয়নে ৩ একর করে জমি বন্ধবস্ত দেয়। তারা কিছুদিন সেখানে ভালো থাকলেও পরবর্তিতে হারুন দেশপালি, নুরুদ্দিন নুরু, ফারুক, মনির, নবী মেম্বার, চরফ্যাশন ভূমি অফিসের নাজির মোঃ আলী, আঞ্জুর হাট তহশিল অফিসের আবুলসহ একটি ভূমিদুস্যু চক্র অসহায় চরবাসীকে মুজিব নগর থেকে সমুলে উৎখাত করার জন্য তাদের উপর নির্মম অত্যাচার ও একাধিক মিথ্যা মামলা দিতে থাকে। অন্যদিকে হারুন বাহিনীর সদস্যরা ভূমি আফিসের লোকজনের সাথে টাকার বিনিময়ে চুক্তি করে ভূয়া ম্যাপ ও জমির জাল দলিল ও খতিয়ান তৈরী করে প্রায় এক হাজার অসহায় চরবাসীকে চরথেকে উৎখাত করে। বর্তমানে তারা ভিটা বাড়ী হারিয়ে অন্যত্র মানবেতর জীবন কাটাচ্ছে।
এ ব্যাপারে চরফ্যাশান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রাহণ করা হবে।