জসিম রানা ভোলা।
ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হতদরিদ্র রিক্সা চালক নুরে আলমের স্কুল পড়ুয়া ছেলে সিয়ামের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। স্থানয়ী সূত্রে জানাগেছে, গত ঈদুল ফিতরের আগের দিন সিয়াম তাদের বাড়ির এলাকার একটি বাগান দিয়ে বাড়ি ফেরার পথে গাছ কাটার রশির সাথে স্ব- জোড়ে আঘাত লাগলে তার বাম চোঁখটি মারাক্তক ভাবে নষ্ট হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতাল নিয়ৈ আসলে তার অবস্থার অবনতী দেখে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল হাসপাতালৈ রেফার্ড করে। সেখানেও তার চিকিৎসার উন্নতি না হলে, ডাক্তার তাকে ঢাকায় রেফার্ড করে। সিয়ামের বাবা মা তাকে ঢাকার একটি চক্ষু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদেরকে বলেন, সিয়ামের বাম চোঁখটি চিরতরে নষ্ট হয়ে গেছে। এখন এ চোঁখটি উপরে ফেলতে হবে। অন্যথায় তার ডান চোঁখটিও নষ্ট হয়ে যাবে এবং এ অপারেশনে মোটা অংকের টাকা খরচ হবে। সিয়ামের বাবা মা এসব কথা শুনে মানুষিক ভাবে ভেঙ্গে পরে। ইতোমধ্যে এ বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। সে তাৎক্ষনিক ভাবে সিয়ামের মা বাবাকে ফোন করে সিয়ামকে নিয়ে ঢাকার ফার্মগেট ইসলামীয়া চক্ষু হাসপাতালে আসতে বলেন। এরপর কর্তব্যরত ডাক্তার ১০মে মঙ্গলবার সিয়ামের চোঁখের অপারেশনের দিন ধার্য করেন। এমতাবস্থায় সিয়ামকে এক নজর দেখতে ও হাসপাতালের চিকিৎসার খরচ ও অপারেশনের বিল পরিশোধ করতে ফার্মগেট ইসলামীয়া হাসপাতালে ছুটে যান এমপি আলী আজম মুকুল।